আলমগীর মানিক,রাঙামাটি :

রাঙামাটির বরকলে রাজনৈতিকভাবে হয়রানীর লক্ষ্যে ভূষণছড়া এলাকার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কল্পিত কাহিনী নির্ভর মামলার নিন্দা জানিয়ে উক্ত বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী, জনপ্রতিনিধিসহ পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের স্ত্রী নাসরিন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের বাবা মোঃ সোলাইমান, মা গোলেনুর বেগম, বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বক্কর মেম্বার ৫ নং ওয়াডের্র মেম্বার আব্দুস ছবুর, ৭নং ওয়ার্ডের মেম্বার আবু ছৈয়দ, ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর মা পারুল বেগম।

সংবাদ সম্মেলনে মামুনের স্ত্রী তার স্বামীর বিররুদ্ধে আনীত সকল অভিযোগ বানোয়াট বলে দাবী করার পাশাপাশি মামুনকে ফাঁসানোর জন্য দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মেয়েটির গর্ভের সন্তানের ডিএনএ টেষ্টের দাবী জানিয়েছেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে উক্ত মামলার বাদীর মা- পারুল বেগম সাংবাদিকদের বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনকে ফাঁসানোর জন্য আমার মেয়েকে ব্যবহার করে এবং আমার স্বামীকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করাইছে। সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত ২০১৬ সালে বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো বাঙ্গালী জনপ্রতিনিধি হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তার জয়ী হওয়ার পর থেকেই সেখানকার একটি মহল তাকে নানাভাবে মিথ্যা অভিযোগ উত্থাপন করে হয়রানী করে আসছে।

সংবাদ সম্মেলনে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে বানোয়াট তথ্য দিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।