দৈনিক শিক্ষা : করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে চলতি মাসের মধ্যে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফিসহ, তিন মাসের বেতন পরিশোধের নোটিশ দিয়েছে নটরডেম কলেজ। বৃহস্পতিবার (২ জুলাই) এই নির্দেশনা জারি করে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কলেজের একাদশ শ্রেণি থেকে সবাইকে পরীক্ষা ছাড়া দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকাসহ চলতি মাস ও আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের ৭ হাজার ৮০০ টাকা পরিশোধের জন্য নোটিশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তবে অভিভাবকদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় যেখানে করোনাকালে টিউশন ফি আদায়ে শিক্ষার্থীদের চাপ দিতে নিষেধ করেছে, সেখানে এভাবে নোটিশ দিয়ে ফি পরিশোধ করতে বলার কোনো মানেই হয় না। আশা করছি কলেজ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।

এ বিষয়ে জানতে নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও সিএসসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোন বন্ধ পাওয়া যায়।