ঢাকা সংবাদদাতা :

ঢাকাস্থ কক্সবাজার সমিতির অর্থায়নে কক্সবাজার সদর হাসপাতালে আজ ৩০ জুন (মঙ্গলবার) যুক্ত হয়েছে ‘হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন’, যা সঙ্কটাপন্ন কোভিড-নন কোভিড শ্বাসকষ্টের রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন প্রদান করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে এই ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সমিতির সভাপতি ও স্থানীয় সরকার অধিদফতরের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে হেলালুদ্দীন আহমেদ কক্সবাজারের প্রয়োজনে কক্সবাজার সমিতির পাশে থাকাটা দায়িত্ব বলে অবহিত করেন। ভবিষ্যতে যে কোন মানবিক প্রয়োজনে কক্সবাজার সমিতি কক্সবাজারের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এই ভার্চুয়াল কনফারেন্সে কক্সবাজার সমিতির পক্ষে উপস্থিত ছিলেন হেলালুদ্দীন আহমদ (সভাপতি), মোহাম্মদ খোরশেদ আলম (সাধারণ সম্পাদক), ইয়াছিন মো: শামসুল হুদা (সহ সভাপতি), মোমিনুর রশিদ আমিন কাজল (সহ সভাপতি), শফিউল আজিম (সহ সভাপতি) ,প্রফেসর ড মোহাম্মদ মোস্তফা কামাল (সহ সভাপতি),সন্ধ্যা রাণী দে (সহ সভাপতি),মো. আবুল কাশেম(সহ সভাপতি),ব্যারিস্টার মিজান সাইদ (সহ সভাপতি),অধ্যাপক ডাঃ ইব্রাহিম খলিল (সহ সভাপতি),এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম(সহ সভাপতি),মো: শাহাব উদ্দিন (সহ সভাপতি), ফিরোজ বকত তোহা(সহ সভাপতি),হেলাল উদ্দিন আহমেদ (সহ সভাপতি) ,সুজন শর্মা (যুগ্ম সাধারণ সম্পাদ, এডভোকেট আনিস উল মাওয়া আরজু (যুগ্ম সাধারণ সম্পাদক),স্থপতি আসিফ এম আহসানুল হক যুগ্ম সাধারণ সম্পাদ),শওকত চৌধুরী (অর্থ সম্পাদক) মোহিব্বুল মোক্তাদীর তানিম (প্রচার ও প্রকাশনা সম্পাদক),স্বপন কান্তি পাল (নির্বাহী সদস্য),রবীন্দ্র শ্রী বড়ুয়া (নির্বাহী সদস্য) প্রমুখ।

কক্সবাজার হতে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক, জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মেয়র মুজিবুর রহমান, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক মাহাবুবর রহমান, সাংবাদিক তোফায়েল আহমেদ, রাজনীতিবিদ নজিবুল আলম, কক্সবাজার হাসপাতালের তত্বাবধায়ক মহিউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, কভিড-১৯ প্রতিরোধী যুদ্ধে কক্সবাজার সমিতি ঢাকাস্থ কক্সবাজারবাসীর পাশে দাঁড়ানোর সাথে কক্সবাজারের যে কোন সমস্যা লাঘবে প্রতিজ্ঞাবদ্ধ।