হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫নাম্বার ওয়ার্ডের মেম্বার শফিউল আলমের মারধরে মা হালিমা খাতুন আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৬ জুন দুপুর ২টায়। এ ঘটনায় আহত মা হালিমা খাতুন মেম্বার ছেলে শফিউল আলমের বিরুদ্ধে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

আহত মা হালিমা বেগম জানান, তাঁর ছেলে হাফেজ শফিউল আলম মেম্বার হওয়ার পর থেকে মা ও পরিবারের লোকজনকে অমানবিক নির্যাতন করে আসছে। সর্বশেষ গত ২৬ জুন বেলা ২টার সময় মেয়ে এবং ঘরের অন্যান্য লোকজনদের মারপিট করে। এসময় মেম্বারকে বাধা দিতে গেলে মেম্বার তাঁর মাকে লাথি-ঘুষি মেরে কোমরে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

তিনি আরো জানান, মেম্বার মিথ্যা মামলা দিয়ে আমার মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষতিসাধন করতে উঠে পড়ে লেগেছে। দেশের আইন প্রয়োগকারী সংস্থার রোকজনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেছেন আহত হালিমা খাতুন।

ঘটনার বিষয়ে মেম্বার হাফেজ শফিউল আলমের সাথে ঘটনার বিষয়ে বক্তব্য নিতে তার মোবাইল ফোনে বার বার কল করেও মোবাইল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।