ওসমান আবির :
টেকনাফের উপকূলে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা মৎস অধিদপ্তরের নেতৃত্বে এই সব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে বলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত টেকনাফের মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ডের সহযোগিতায় উপকূলের ১০ টি মৎস ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।এই সময় জব্দ করা করা হয় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।পরে এই সব অবৈধ জাল সকলের জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা জেলেদের ৬৫ দিন সাগরের মাছ ধরা থেকে বিরত রাখতে শুরু থেকে উপকূলবর্তী প্রত্যেক এলাকায় মাইকিং ও জেলেদের সঙ্গে উঠান বৈঠক করা হচ্ছে।পাশাপাশি মাছ ধরা বন্ধ রাখতে সরকার টেকনাফ উপজেলার নিবন্ধিত জেলে পরিবারে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।পর্যায়ক্রমে উপজেলায় ৭ হাজার ৮৬০ জেলে পরিবারের মধ্যে ৪৪০.১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।