পুকুর ও রাস্তা সংস্কারসহ নানা উন্নয়ন কাজের প্রতিশ্রুতি

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার কেন্দ্রীয় মহা শশ্মানে উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সম্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে কক্সবাজার কেন্দ্রীয় মহা শশ্মান পরিদর্শন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। কউক চেয়ারম্যান হিন্দু সম্প্রদায়ের দাবীর প্রেক্ষিতে শব দাহের পর লোকজন স্নান করতে পরে সেজন্য একটি সুন্দর পুকুর সংস্কার, চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা, পুরুষ-মহিলাদের জন্য আলাদা টয়লেট, শব স্নানের ঘরসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্য করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা লে. কর্ণেল আনোয়ার উল ইসলাম, সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অাবু জাফর রাশেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, স্বপন পাল, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পান্জু, পৌর পুজা কমিটির সভাপতি বেন্টু দাশ, মহা শশ্মান উন্নয়ন কমিটির সভাপতি কাঞ্চন দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা স্বপন দাশ, দুলাল দাশ,শিমুল পাল , সাংবাদিক বলরাম দাশ অনুপম, পৌর পুজা কমিটির কর্মকর্তা বিকাশ ধর উপস্থিত ছিলেন।