বলরাম দাশ অনুপম :
দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গত ২০ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য আইন অনুযায়ী প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকাবস্থায় বঙ্গোপসাগরের কোনো স্থানেই যান্ত্রিক, এমনকি ছোট্ট ডিঙি নৌকা দিয়েও মাছ আহরণ করা যাবে না। তবে উপকূলের কোন কোন জায়গায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে যাচ্ছে। কক্সবাজারের টেকনাফ উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করায় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ড। উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে কোস্টগার্ড বাহারছড়া আউটপোষ্টের কমান্ডিং অফিসার মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মৎস্য ঘাটে অভিযান চালিয়ে জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
পুড়ানো জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ডের সহায়তায় টেকনাফ উপকূলে কয়েক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।