তাওহীদুল ইসলাম নূরী, চট্টগ্রাম:
২১ জুন বিকাল ৪ টা ৪৬ মিনিটের ভুমিকম্পের রেশ কাটতে না কাটতে আবারও ভুমিকম্প হয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে।

সময় তখন সোমবার ২২ জুন ভোর রাত ৪টা ৪০ মিনিট ৫২ সেকেন্ড। প্রায় সব মসজিদে ফজরের নামাজ আদায় করছিল মুসল্লিরা। এসময় ভুমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রাম ও তার আশপাশের বিভিন্ন এলাকা।

রিখটার স্কেলে দেখা যায়, সংঘটিত এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। যা গতকাল বিকালের ভূমিকম্পের মাত্রার চেয়েও বেশি। গতকালের ভুমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১৷

আজ এবং গতকালের ভুমিকম্প দুটির উৎসস্থলই ভারতের মিজোরাম রাজ্য বলে জানা গেছে। এরফলে কেঁপে উঠে চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল ও ভারতের মিজোরাম রাজ্য।