আলমগীর মানিক,রাঙামাটি :

রাঙামাটিতে নতুন করে আরো ২৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে সিভাসু ও বিআইটিআইডি হতে পৃথক পৃথকভাবে আসা রিপোর্টে এই ২৪ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়। নতুন শনাক্তের মধ্যে ৮ জন রাঙ্গামাটি সদরের, ১ জন বাঘাইছড়ির এবং বাকি ১৫ জন কাপ্তাইয়ের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

নতুন আক্রান্তদের মধ্যে বেশকয়েকজন পুলিশ সদস্য ও কাপ্তাইয়ের একজন স্বাস্থ্যকর্মীও আছেন বলে জানা গেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জন।

নতুন শনাক্তের সাথে সাথে ৪ জন সুস্থও হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। নতুন সুস্থ ৪ জনের মধ্যে ২ জন সদরের ও বাকি ২ জন কাপ্তাইয়ের। কাপ্তাইয়ে সুস্থ ২ জনের মধ্যে একজন ডাক্তারও আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে রাঙামাটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১৮১১ টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ(বিআইটিআইডি),চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে(সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস।

তারমধ্যে ১৫২১টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগে আসলেও এখন পর্যন্ত ২৯০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৮১ জন, আরোগ্য লাভ করেছেন ৮১ জন, আইসোলেশনে আছেন ২০ জন, মৃত্যুবরণ করেছেন ৪ জন।