এস. এম. তারেক, ঈদগাঁও:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে আনুমানিক ১৫০ ঘনফুট (২১) পিস মূল্যবান চোরাই গর্জন কাঠ উদ্ধার করেছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ভোমরিয়াঘোনা এবং মেহেরঘোনা রেঞ্জের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয়।

ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ২০ জুন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওই অভিযান চলে। জাগিরপাড়ার আশা কলোনী থেকে গাছের গুঁড়িগুলো উদ্ধার করা হয়। মেহেরঘোনার রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া ভোমরিয়াঘোনার বিট অফিসার গিয়াস উদ্দিনসহ বন বিভাগের লোকজন এসময় উপস্থিত ছিলেন।

রামু বিজিবি ও ঈদগাঁও পুলিশ অভিযান চলাকালে বনবিভাগকে সহায়তা করে। ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান জানান জব্দকৃত গাছের গুড়িগুলো ভোমরিয়াঘোনা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।