অনলাইন ডেস্ক : রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখ সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করলেও নতুন কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তবে, ভারত ও চীন দুই দেশই সীমান্তে সেনা বাড়াচ্ছে। সতর্ক অবস্থায় দুই দেশই। কিন্তু এর ভেতরেই ভারতের বিজেপির সমর্থকরা ঘটালেন অদ্ভুত কাণ্ড। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর ভেবে কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের কুশপুতুল পোড়ালো তারা।

গেলো কয়েকদিনে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে এখন সারা ভারতের মানুষ প্রতিবাদে নেমেছে। বিশ জন ভারতীয় সেনা হত্যার করায় চীনের ওপর বেশ ক্ষিপ্ত ভারতের জনগণ। তারই ধারাবাহিকতায় বিক্ষোভে নেমেছিলো আসানসোলের বিজেপি কর্মীরা। কিন্তু পুরো পৃথিবীর কাছে তারা হয়ে গেলো হাসির খোরাক।

জি নিউজ জানায়, আসানসোলের বিজেপি কর্মীরা চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি গ্রহণ করে। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই শি জিং পিংকে চেনে না। তাই কিম জং উনের কুশপুতুল পুড়িয়ে বসে তারা।