ওসমান আবির :

রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওয়ানা দিয়েছেন করোনায় আক্রান্ত কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি । শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। পজেটিভ হওয়ার পর তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য নিজের বাসায় অবস্থান করছিলেন।প্রথমে বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।তবে আজকে বদির নমুনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসে পুনরায় যাতে উখিয়া-টেকনাফের জনসাধারণের সেবা করতে পারে সেজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার জন্য আহ্বান করেন।