ইমরুল কায়েস :

কক্সবাজারে আজ সকাল থেকে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। এতে কক্সবাজার শহরের প্রধান সড়ক সহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার শহরেই পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। এছাড়াও জেলার অন্যান্য নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকা করা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘন্টায় ১৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার জানিয়েছেন, সকাল থেকে বৃষ্টির ফলে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল সহ জেলার অনেক জায়গায় পানি জমে আছে। জোয়ারের পানি বাড়ার ফলে পানি নামতে পারছেনা। জোয়ার কমে গেলে জলাবদ্ধতা কমে আসবে বলে তিনি আশা করছেন।

তিনি জানিয়েছেন, ভারি বর্ষনের ফলে পাহাড় ধসের আশংকা রয়েছে। জেলা প্রশাসন বিষয়টি মনিটর করছে। পাহাড়ে ঝুকিপূর্ন ভাবে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।