আলমগীর মানিক, রাঙামাটি:

মঙ্গলবার রাতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর বুধবার কাপ্তাই ও রাজস্থলীতে আরো ৫ জনের করোনা পজেটিভ আসার খবর পাওয়া গিয়েছে। সকালে সিভাসু হতে আসা ৩৭টি রিপোর্টের মধ্যে ৫টি পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

সূত্রে জানা যায়, কাপ্তাইয়ে পজেটিভ আসা ৪ জনের সবাই পুলিশ সদস্য অন্যদিকে রাজস্থলীতে পজেটিভ আসা রোগী রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এনিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন।

প্রসঙ্গত, টানা তিনদিন পর ১৬ জুন মঙ্গলবার সিভাসু হতে ২৩টি রিপোর্ট আসে যার মধ্যে ১৬টি করোনা পজেটিভ। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে রাঙামাটি সদরের ভেদভেদীর ৬ জন আনসার সদস্য, কাপ্তাইয়ের ১ জন পুলিশ সদস্য, সদরের সুখিনীলগঞ্জ পুলিশ লাইনের ১ জন পুলিশ সদস্য, আসামবস্তির ১ বাসিন্দা, শান্তিনগরের ১ বাসিন্দা, কাঠালতলীর ১ বাসিন্দা, রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন ডাক্তার, দেবাশীষ নগরের ১ বাসিন্দা, কালিন্দীপুরের ১ বাসিন্দা, রিজার্ভ বাজারের ১ বাসিন্দা, তবলছড়ির ১ বাসিন্দা আছেন।