মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রচন্ড জ্বর, কাশি ও তীব্র গলাব্যথা ছিলো কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোছাইনের। ১৬ জুন দিবাগত রাতে এসব করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কুতুবদিয়ার ইউএনও জিয়াউল হক মীর জানান, কুতুবদিয়া উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে ইউপি সদস্য আবুল হোছাইনের জানাযা ও দাফন সম্পন্ন করেছেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও লাশ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টীমের সহযোগিতায় এসব কাজ রাত সাড়ে ৩ টার দিকে সম্পন্ন করা হয়। ইউএনও জিয়াউল হক মীর আরো জানান, ইউপি সদস্য আবুল হোছাইনের শরীরে মৃত্যুর আগে করোনা ভাইরাসের উপসর্গ বিদ্যমান ছিলো। তাই কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তার মৃত্যুর পর টেস্টের জন্য তার শরীরের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।