আলমগীর মাহমুদ


চিন্তাচেতনায় ‘পজেটিভ’ রইস । দুখের ভার কমবে । বইতে পারবি । বইবার শক্তি হারালে টেনশন হইবে গোপন বন্ধু । শেষ পরিনতি ষ্ট্রোক বনবে কপাল লিখন ।

এই দীক্ষাই বিলিয়ে কাটিয়েছি জীবনের সিংহভাগ । আয়ুর দ্বিপ্রহরে এসে জ্ঞান প্রজ্ঞায় নুতন সংযোগ ‘নেগেটিভ’ হইস ! ”পজেটিভ ” হইলে তুই ছাড়া তোর কেউ রইবে না ।

সমাজবাস্তবতায় ”পজেটিভ ” এর দখলে বিশাল সাম্রাজ্য । যে কথায় কাজে পজেটিভ চিন্তার, সমাজে সেই হয় সকলের ভালবাসার মানুষ ।

বঙ্গে চাকরী , ব্যবসা , পদ মোটাতাজাকরন প্রকল্পেও পজেটিভের প্রতিদান ঈর্ষণীয় । কক্সবাজারের সিভিল সার্জন মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য খাতে কক্সবাজারের মানুষের কি প্রয়োজন জানতে চেয়ে উত্তর পেয়েছেন ‘পজেটিভ ‘।

সিভিল সার্জন …. সাফ জানিয়ে দেন …. কিছুই প্রয়োজন নেই মাননীয় প্রধানমন্ত্রী।

কক্সবাজারের পথে ঘাটেই স্বাস্থ্যসেবা বঞ্চিত করোনা আক্রান্তরা । অক্সিজেন সিন্ডারের আশায় ভিক্ষুকের মতো ২৬ লাখ ভ্যাট ট্যাক্স পেয়ি তাঁকিয়ে N. G. O, দের দাক্ষিণ্যের পানে.., যদি মিলে..!

প্রেমের জগতে পজেটিভতো সাধনার ধন। চণ্ডীদাস রজকিনীকে পজেটিভ করার সাধনাতো উপখ্যানের সাক্ষী চাটগাঁইয়া গানের সেই কলি….

রজকিনী ঃ– অ..চন্ডীদাস রোজই বড়শি বাইতে দেই মাছ পাও?

চন্ডীদাসঃ- বার বছর বড়শি বাইলাম মাছর দেখা ন ত পাইলাম । বহুতদিনের সাধনার পর আঁজিয়া (আজ) টান দিয়ে…

দুখ মুছার দাবাই “পজেটিভ বিহেভিয়র” ছিল শিখনের পাঠশালায় বেঁচে থাকার বড় সবক । করোনাদিনে কেউ পজেটিভ নাম মুখে আনলেই চোখ বড় করে কান সজাগে উঁচায় । শুনতে চায় কে ‘ পজেটিভ’!

যদি শুনে ”ক” পজেটিভ । গহীন বনে হিংস্র বাঘ, সাপ যতদুর ভয় সঞ্চার করে সে ভয় নয় । ভয়ের সংজ্ঞায় যতদূর বুঝানো যায় , সে ধারণক্ষমতার বাইরে আতংক যোগে বেগবান দ্যূতিময় এক নুতন ভয় কাজ করে সব মনে।

পজেটিভ মিঃ ‘ক’। তার পরিবার। মুহূর্তেই মানব সংসারে অচিন হয়ে পড়ে । মুখ ফিরিয়ে নেয় সবাই ।

১০ বছর ভালবাসা ১৫ বছরের অর্ধাঙ্গিনীও অঙ্গহারা বনে , বাঁধনের অদৃশ্য সূতি ছিন্ন করে পুত্র, সন্তান , আত্নীয় স্বজন ।

এক তেলে গাড়ির চাকা ঘুরে, অন্য তেলে মানুষের মন ফিরে…. তৈল নিস বাবা ! দিস না!
তৈলে পজেটিভ হলে আম হারবে ছালা পাবি , করোনায় যদি পজেটিভ হস আম ছালা দুটোই হারাবি !

“ভয় নয় ভরসা ! মৃত্যু নয় নয় মুক্তি ” চাইলেই—– ” ‘পজিটিভ হইস না বাবা !! ”


লেখকঃ- বিভাগীয় প্রধান । সমাজবিজ্ঞান বিভাগ। উখিয়া কলেজ কক্সবাজার। alamgir83cox@gmail. Com