খলিল চৌধুরী, সৌদি আরব##

মদিনায় করোনা আক্রান্ত হয়ে গোলাম মোস্তাফা নামে বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) মদিনা উহুদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার গ্রামের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার এক ছেলে লন্ডনে বার-এট লতে অধ্যয়নরত।

ডাঃ গোলাম মোস্তাফা মদিনা প্রবাসীদের কাছে একটি সুপরিচিত নাম। যে কোন সময় বাংলাদেশীদের পাশে ছিলেন। কারো অসুস্থতার খবরে ছুটে যেতেন। অকাতরে চিকিৎসাসেবা দিতেন।

ডাঃ গোলাম মোস্তাফা দীর্ঘ ৩০ বছর যাবত মদিনায় সরকারি হাসপাতালে চাকুরী করেন। গত ৫ মাস আগে সরকারী চাকুরি থেকে অবসর গ্রহন করেন। গত ঈদের পরে তার দেশে চলে যাওয়ার কথা ছিল।

তার প্রফিডেন্ট ফাউন্ডের হিসাবের জন্য এত দিন মদিনায় অবস্থান করেছিলেন। ইত্যবসরে করোনার কবলে পড়ে যান প্রসিদ্ধ এই চিকিৎসক।

শেষ পর্যন্ত যেখানে জীবন-যৌবন-উপার্জন, সেখানেই জীবনাবসান হলো প্রবীণ চিকিৎসক ডাঃ গোলাম মোস্তাফার।