মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পুলিশ করোনা ভাইরাস সংকটে আরো একটি মানবিক উদ্যোগ নিয়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া, মুমূর্ষু রোগীদের পরিবহন, জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিতদের যাতায়াতে এ এম্বুলেন্সে ফ্রী সার্ভিস দেওয়া হবে। করোনা ‘পজেটিভ’ হওয়া রোগীদের এম্বুলেন্স পেতে কক্সবাজার জেলা পুলিশের ০১৭২৭-৬৬৬৬৬৬ নম্বর মোবাইল ফোন এবং ০৩৪১-৬৪০৪৮ নম্বর টি এন্ড টি ফোনে দিতে বলা হয়েছে। ফোন ২টি রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকবে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ফ্রী এম্বুলেন্স সার্ভিসের বিষয়ে বলেছেন, ভয়াবহ করোনা সংকটে কক্সবাজারের মানুষের জন্য জেলা পুলিশের এই ‘ফ্রি এম্বুলেন্স সার্ভিস’ জেলার সর্বত্র সার্ভিস দেওয়া হবে। করোনা ‘পজেটিভ’ রোগী ও করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন রোগীদের বিনামূল্যে এই সার্ভিস দেয়া হবে। কক্সবাজারে করোনা রোগী অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগের এম্বুলেন্স সংকট দেখা দেওয়ায় জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, চলমান করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনের অকুতোভয় সেনানী কক্সবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য ঝুঁকি উপেক্ষা করে বহুমুখী মানবিক সেবা দিতে গিয়ে অর্ধ্ব শতাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তারপরও কক্সবাজার জেলা পুলিশ জেলায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) করোনা আক্রান্ত জেলা পুলিশের সকল সদস্যের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।