মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বৌদ্ধ জনকল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাপান বড়ুয়া (৫০) মারা গেছেন। ম্যালেরিয়া, শ্বাসকষ্ট ও টাইফয়েড় রোগে আক্রান্ত হয়ে রবিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে তার জন্ম স্থান চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের চেটিরপুিন গ্রামের শ্মশানে সমাহিত করা হয়। জাপান বড়ুয়া চেটিরপুনি গ্রামের বাসিন্দা ফনিন্দ্র লাল বড়ুয়ার ছেলে। দীর্ঘদিন ধরে লামায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এ গুনি মানুষটির মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওযামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন শোক তন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।