মোহাম্মদ আকিব, মহেশখালী:
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন করোনা আইসোলেশন সেন্টার তথা লিডারশীপ হাই স্কুল পুনরায় চালু করা হয়েছে ৷

চকরিয়া ও রামু আইসোলেশন সেন্টার পরিপূর্ণ হওয়া সাপেক্ষে অন্যান্য উপজেলার আইসোলেশন সেন্টারসমূহ চালু হওয়ার কথা ৷

সেই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে বেশ কয়েকদিন মহেশখালী হাসপাতালের আইসোলেশন সেন্টার বন্ধ ছিল ৷ বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং চকরিয়া ও রামু আইসোলেশন সেন্টার পরিপূর্ণ হওয়ায় পুনরায় তা চালু করা হয়েছে ৷

বর্তমানে আইসোলেশন সেন্টারে দায়িত্বরত আছেন, ডাঃ মামুনুর রশিদ, ডাঃ রিনি ধর, সিনিয়র স্টাফনার্স তানজিনা আফ্রোজ ও রুমকি আক্তার ৷ সহায়ক স্টাফ হিসেবে সাথে আছেন হাছিনা বেগম ৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, চকরিয়া এবং রামু আইসোলেশন সেন্টার সম্পূর্ণ বুকিং হওয়ায় করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের আইসোলেশন সেন্টার চালু করেছি।