মোহাম্মদ আকিব, উত্তর মহেশখালী :

অপরিকল্পিত উন্নয়ন কাজের ফলে স্থানীয় জনসাধারণের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ‍্যমে প্রচার হওয়ার পর মীর আকতার হোসেন কনস্ট্রাকশন লিঃ আজ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করেছে।

উক্ত কোম্পানির বিভিন্ন অপরিকল্পিত উন্নয়ন কাজের ফলে স্থানীয়দের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই। এরই ধারাবাহিকতায় উক্ত কোম্পানি সড়কে অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করতে গিয়ে আফজলিয়া পাড়া মাদ্রাসা সড়কের গাইড ওয়ালের ভিত্তি হতে মাটি সরে গেলে -উক্ত গাইড ওয়ালটি পড়ে যায়। ফলে পাহাড়ী ঢলের পানির স্রোতে মাদ্রাসা সড়কটি বিলিন হয়ে যায়, এতে করে ঐ সড়কে দিয়ে যাতায়াতকারী লোকজন সহ মাদ্রাসায় যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম দেখা দিলে গত মাসের ২৯ ই মে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আফজলিয়াপাড়ায় মীর আকতার হোসেন কনস্ট্রাকশন লিঃ এর বিরুদ্ধে প্রধান সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা ।

বিষয়টি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মী রকিয়ত উল্লাহ এবং মোহাম্মদ আকিব সহ অনেকেই কক্সবাজার নিউজ, চট্টগ্রাম টুডে এবং বাংলা পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে,বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ায় গণমাধ্যমকর্মী রকিয়ত উল্লাহ’র মধ‍্যস্থতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে রাজি হয় মীর আক্তার কোম্পানি।

এরই ধারাবাহিকতায় কালারমারছড়ার আফজলীয়া পাড়ায় আজ ১১ ই জুন ৪ টি মাটির ঘর, ২ টি পানের বরজ, ও ১ টি পুকুর সহ মোট ২ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রদান করে উক্ত কোম্পানি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার আখতারুজ্জামান বাবু।