মোয়াজ্জেম হোসাইন সাকিল


জিডিপি বৃদ্ধিকে আমরা উন্নয়ন মনে করি। নানাভাবে খেসারত দিলেও তা আমরা বুঝি না।

জিডিপি বৃদ্ধির উন্নয়নের জন্য আমরা বাতাস দূষিত করি। কোনদিন যদি বাতাসে প্রাণঘাতি ভাইরাস ছড়িয়ে পড়ে; সেই উন্নয়ন দিয়ে বাঁচতে পারবেন?

জিডিপি বৃদ্ধির উন্নয়নের জন্য আমরা পানি দূষিত করি। কোনদিন যদি পানিতে প্রাণঘাতি ভাইরাস ছড়িয়ে পড়ে; সেই উন্নয়ন দিয়ে বাঁচতে পারবেন?

এরকম অসংখ্য প্রশ্নের জবাব কী হবে?

করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আজ সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।

বাতাস কিংবা পানিতে প্রাণঘাতি ভাইরাস ছড়িয়ে পড়লে কি বলা হবে?

হয়তো বলা হবে-
নিঃশ্বাস নিতে বোতলজাত অক্সিজেন ব্যবহার করুন।
বোতলজাত পানি পান করুন।

মানুষের প্রয়োজনীয় অক্সিজেন আর পানি বোতলে ভরে দিতে পারবে কী এই উন্নয়ন?

মানুষ কতো শান্তিতে ঘুমাতে পারছে; তাও থাকা উচিত উন্নয়নের সূচকে। মানুষ কতোটা সৎ হচ্ছে; তাও থাকা উচিত উন্নয়নের সূচকে।
মানবিকতা, পরিবেশ; এসব আমরা পাত্তা দিই না।

উন্নয়নের নামে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলছি আমরা। উন্নয়নের নামে মানুষের কেবল অবনতিই হচ্ছে।

কৃষি এবং স্বাস্থ্য; এই দু’টিকে বেশি জোর দেয়া উচিত। কিন্তু আমরা মানুষের ক্ষতি করতেই বেশি জোর দিই।