মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা হাজার পেরিয়ে ১০৯৮ জনে পৌঁছেছে। তারমধ্যে, শুধু
সোমবার ৮ জুন কক্সবাজার জেলায় ৬ জন রোহিঙ্গা শরনার্থী সহ মোট করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয় ৯৯ জন।

একইদিন পর্যন্ত কক্সবাজার জেলায় ১০৯৮ জন করোনা রোগীর মধ্যে ৪৬৭ জন করোনা রোগী নিয়ে কক্সবাজার সদর উপজেলা শীর্ষে রয়েছে। ২০৮ জন করোনা রোগী নিয়ে চকরিয়া উপজেলা দ্বিতীয় স্থানে রয়েছে। ১৭৪ জন করোনা রোগী নিয়ে উখিয়া উপজেলা তৃতীয়তে অবস্থান করছে। মাত্র ৪ জন করোনা রোগী নিয়ে কুতুবদিয়া উপজেলা আক্রান্তের সংখ্যার দিক থেকে জেলার সর্বনিম্মে রয়েছে।

সোমবার ৮ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৯৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪৭ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, চকরিয়া উপজেলায় ১০জন, পেকুয়া উপজেলায় ৫জন, কুতুবদিয়া উপজেলায় ১জন, রামু উপজেলায় ১২জন ও মহেশখালী উপজেলায় ৪জন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী পাওয়া গেছে ৬ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৪জন। যারমধ্যে, একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে। সরকারি হিসাবে এ সংখ্যা ২১ জন।

এদিকে, এ পর্যন্ত রামু উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৫জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৯জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৭জন। এছাড়া একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৮৪২৪ জনের। এ পর্যন্ত করোনা রোগী সুস্থ হয়েছেন ২৮৮ জন করোনা রোগী। সোমবার ৮ জুন সনাক্ত হওয়া করোনা রোগী ব্যতীত সরকারি হিসাবে ৫৭৯ জন করোনা রোগী হোম আইসোলেশনে এবং ১২৫ জন করোনা রোগী বিভিন্ন আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।