মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ৮জুন ৪৭৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১২৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৯৩ জন ও ভিন্ন জেলার ২৭ জন ও রোহিঙ্গা শরনার্থী ৬ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ৩৫১জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ৮ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১২৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪৭ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, চকরিয়া উপজেলায় ১০জন, পেকুয়া উপজেলায় ৫জন, কুতুবদিয়া উপজেলায় ১জন, রামু উপজেলায় ১২জন ও মহেশখালী উপজেলায় ৪জন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী পাওয়া গেছে ৬ জন। এছাড়া বান্দরবানে ১৪ জন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৪ জন ও লোহাগাড়া উপজেলায় ৯ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১০৯৮ জন। যারমধ্যে ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৪জন। যারমধ্যে, একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৮জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০৮জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৫জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৯জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭৪জন।
রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৭জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৮৪২৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৮ জন করোনা রোগী।