মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনা থেকে মুক্তির জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী,দৌছড়ি ও সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে মন্ত্রী বীর বাহাদুর এমপি করোনা রোগে আক্রান্ত থেকে মুক্তির জন্য হাফেজ ও আলেমদের নিয়ে খতমে কোরআন এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ এবং সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী।উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও মোনাজাতে অধ্যাপক মোঃ শফিউল্লাহ, ইউএনও সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, আওয়ামী পরিবারের সদস্য,জনপ্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে অংশ নেন। অপরদিকে দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি তাদের নিজ নিজ ইউনিয়নের মসজিদ, মাদ্রাসায় খতমে কোরআন দোয়া মাহফিলের আয়োজন করেন । এসব দোয়া ও খতমে কোরআন শেষে মন্ত্রী বীর বাহাদুর এমপির রোগ মুক্তি কামনা করে স্ব স্ব মাদ্রাসার আলেম, মসজিদের ইমামগণ । এসব দোয়া মাহফিল ও খতমে কোরআন শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলার সদর ইউনিয়নের ঘিলাতলী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শামশুল আলম ও মসজিদ ঘোনা হাফেজ খানার মওলানা জাহেদ হোসেন, দৌছড়ি ইউনিয়নের বিশিষ্ট আলেমেদ্বীন মওলানা রশিদ আহাম্মদ, বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রসার সুপার মওলানা নুরুল হাকিম। পৃথক মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত পাহাড়ী জনপদের অভিভাবক ও পার্বত্য বিষয়কমন্ত্রী বীর বাহাদুর এমপির রোগ আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়াও খতমে কোরআন, দোয়া ও মোনাজাতে অংশ নেন এলাকার মুরব্বী সমাজ সাধারণ মুসল্লিরা।