এম আবু হেনা সাগর,ঈদগাঁও:

চলমান করোনা ভাইরাস আতংকে জর্জরিত ঈদগাঁওবাসী। এবার সদরের বৃহত্তর ঈদগাঁওতে করোনার স্যাম্পল কালেকশন বুথ হতে যাচ্ছে।
এই উপলক্ষে ৭ জুন বিকেলে এক মতবিনিময় সভাও অনুষ্টিত হয়। সভায় অংশ নেন,জেলা যুব লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, জালালা বাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,স্বাস্থ্য সহকারী এনামুল হক,মাইমুন রশিদ, ইউপি সদস্য মোকতার আহমদ,সাইফুল ইসলাম, বৃহত্তর ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশনের আজীবন সদস্য এম আবু হেনা সাগর,উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

জানানো হয়, করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিদের চিহৃিত করে তাদের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করা হবে। এই লক্ষে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীতে বেসিন স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে সদর উপ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মো :আলী এহেচান, মেডিকেল অফিসার ডা: ইমরুল কায়েসের সাবির্ক প্রচেষ্টায় এটি হতে যাচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্বাস্থ্য সহকারী এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান, করোনার স্যাম্পল কালে কশন বুথের ওপেনিংয়ের তারিখ এখনো চুড়ান্ত হয়নি।