শাহেদ মিজান, সিবিএন:

উখিয়ায় করোনার উপসর্গ নিয়ে মোঃ আলম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার নিজ বাড়িতে মারা তিনি। মারা যাওয়া ব্যক্তি উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প এলাকার জবুর আলমের পুত্র। তিনি পেশায় একজন মুদি দোকানদার। ক্যাম্প এলাকায় বসবাস করলেও তিনি বাংলাদেশী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আলম এক সপ্তাহ যাবত জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অসুস্থ হওয়ার পর স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ কিনে সেবন করেছিলেন। এর মধ্যে অবস্থার অবনতি হয়ে আজ মারা গেছেন তিনি। তিনি কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে দোকান করতেন এবং বাড়িও সেখানে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক আরো নানা ব্যবসার সাথে জড়িত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে করোনা বিধি মতে জানাযা ও দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের লোকজন পাঠানো হয়েছে।