শাহেদ মিজান, সিবিএন:
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন উপজেলায় গর্জনিয়ার আয়াছ সিকদার । আজ রোববার (৭জুন) ভোর চারটার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে হাসপাতালে আয়াছ সিকদার মারা যান। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আয়াছ সিকদার ইউনিয়নের ফকিরপাড়ার মৃত ফজল করিম সিকদারের পুত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের মামাতো ভাই।

চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, ২৭ মে থেকে আয়াছ সিকদারের জ্বর ও সর্দি হয়। প্রথমে বাড়িতে থেকে ওষুধ সেবন করেন। এর মধ্যে অবস্থার আরো অবনতি হয়ে শুরু হয় শ্বাসকষ্ট। ৩ জুন তিনি ভ্রাম্যমান স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নমুনা দেন। নমুনা দিয়েই তিনি উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে চলে যান। সেখানে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি গেছেন। তবে এখনো নমুনা রিপোর্ট আসেনি।

হাসপাতালের প্রক্রিয়া সেরে লাশ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। করোনা বিধি মেনেই তাকে দাফন করা হবে বলে জানান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।