মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ৬জুন ৩৪৮জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১০৮জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৯৭জন ও ভিন্ন জেলার ১১জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ২৪০জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ৬জুন নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১০৮জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪২জন, টেকনাফ উপজেলায় ৭জন, উখিয়া উপজেলায় ১৯ জন, চকরিয়া উপজেলায় ১জন, পেকুয়া উপজেলায় ২জন, মহেশখালী উপজেলায় ১জন ও রামু উপজেলায় ২২জন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের হাসাপাতাল ফ্যাসেলিটি থেকে স্যাম্পল আসা ৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। যারা রোহিঙ্গা শরনার্থী নাকি অন্য কোন প্রতিষ্ঠানের তা বাধ্য বাধকতার কারণে নাম প্রকাশ করা হয়নি।

এছাড়া বান্দরবানে ৫ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন, রুমা উপজেলায় ৩ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯৮৪ জন। যারমধ্যে ৩১জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২২জন। যারমধ্যে একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯০জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৯জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৫৩জন।
রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩১জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৭৬৯১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮২ জন করোনা রোগী।