মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই।গত ৪ মাসে আগে এক ভাই দুবাই থেকে বাড়িতে ছুটিতে আসেন শাহ আলম অসুস্থ হয়ে পড়লে দুই ভাইকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৫ জুন) বিকেল ২টায় সময় হাসপাতালে মারা যান বড় ভাই শাহ আলম। তার সাড়ে ৮ ঘণ্টা পর রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই
মোহাম্মদ শাহজাহান (৩০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই ভাইকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শাহ আলম দুবাই প্রবাসী এবং ছোট ভাই শাহজাহান কাপড় ব্যবসায়ী। পৌর সদর কাচারী সড়কের এন.জহুর সেন্টারে তাদের কাপড়ের দোকান রয়েছে। দুই ভাই করোনার উপসর্গ নিয়ে গত ১ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের করোনার নমুনা ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই শুক্রবার বিকেলে এবং রাতে পরপর দুই ভাই মারা যান।