চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনা সনাক্ত হলো।বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে বৃহস্পতিবার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬১ জনের করোনা পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৬১ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবের কার্যক্রম বৃহস্পতিবার বন্ধ ছিল। চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৬৭৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৯ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৪৮ জন।