মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়ার ৫০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালটি চিকিৎসাধীন করোনা রোগীতে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এই ডেডিকেটেড করোনা হাসপাতালের বর্ধিত (এক্সটেনশন) অংশ হিসাবে বেসরকারি মালিকানাধীন চকরিয়া সিটি প্রাইভেট হাসপাতালকে করোনা ডেডিকেটেড করোনা হাসপাতাল করা হয়েছে। এজন্য চকরিয়া সিটি প্রাইভেট হাসপাতালকে গত বুধবার ৩জুন রিকুইজিশন করা হয়েছে। বিশ্বস্থ সুত্র সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন। ৫০ শয্যা বিশিষ্ট চকরিয়া সিটি প্রাইভেট হাসপাতালে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি করা শুরু হবে। চকরিয়া ডেডিকেটেড করোনা হাসপাতালের অধীনে এ বর্ধিত করোনা হাসপাতালটি পরিচালিত হবে।

মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার করোনা আক্রান্ত রোগী নিয়ে চকরিয়া ডেডিকেটেড করোনা হাসপাতালটি পরিচালিত হচ্ছে। চকরিয়া উপজেলা করোনা রোগী আক্রান্তের সংখ্যার দিক থেকে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে। শুধুমাত্র গত ৩জুন পর্যন্ত চকরিয়া উপজেলায় মোট ১৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।