চট্টগ্রাম প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মো. কবীর চৌধুরী নামে এক আইনজীবী মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব বলেন, বেলা ১১টায় করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে এক আইনজীবীর মৃত্যু হয়। গত ৩০ মে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এর আগে সকালে আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে করিম উল্লাহ নামে আরেকজন মারা যান। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ২৪২ জন।