কুতুবদিয়া সংবাদদাতা:

দ্বীপের প্রধান প্রবেশ পথ বড়ঘোপ ও দরবার ঘাট দিয়ে কুতুবদিয়ায় প্রবেশকৃতদের দেহের তাপমাত্রা মাপার জন্য ইনফ্রারেড থার্মোমিটার (থার্মাল স্ক্যানার) এর ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

আজ (৩০ মে) দুপুরে ঘাট ইজারাদারের প্রতিনিধিদের কাছে এসব ইনফ্রারেড থার্মোমিটার হস্তান্তর করা হয়।

কুতুবদিয়ায় বৈধ অনুমতি সাপেক্ষে আগতদের তাপমাত্রা পরিমাপ করার জন্য ঘাটে দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের এই থার্মাল স্ক্যানার প্রদান করেন ইউএনও মোঃ জিয়াউল হক মীর।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, “ফ্রেন্ডশিপ ” নামক এনজিও’র সহযোগিতায় দ্বীপের গুরুত্বপূর্ণ দুটি প্রবেশ পথ বড়ঘোপ ও দরবার ঘাটে থার্মাল স্ক্যানার প্রদান করা হয়েছে। যাতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে কুতুবদিয়ায় আগত ব্যক্তিদের দেহের তাপমাত্রা পরিমাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

পারাপারের ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।