উত্তর মহেশখালী সংবাদদাতা:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আফজলিয়াপাড়ায় মীর আকতার হোসেন কনস্ট্রাকশন লিমিটেডের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। এই ঠিকাদারী কোম্পানির অপরিকল্পিত উন্নয়ন কর্মকান্ডের কারণে নানাভাবে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি। তাই এবার বাধ্য হয়ে এই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ভুক্তভোগী মানুষ।

এর অংশ হিসেবে আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৪ টার দিকেউত্তর নলবিলা আফজিলায়া পাড়া এলাকা সংলগ্ন মহেশখালীর প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগীরা বলেন, ” মীর আকতার কোম্পানীর অপরিকল্পিত উন্নয়ন কাজের ফলে একের পর এক ক্ষতি হলেও কোম্পানীর বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়কে অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করতে গিয়ে আফজলিয়া পাড়া মাদ্রাসা সড়কের গাইড ওয়ালের ভিত্তি হতে মাটি সরে গিয়ে উক্ত গাইড ওয়ালটি পড়ে যায় । ফলে পাহাড়ী ঢলের পানির স্রোতে মাদ্রাসা সড়কটি বিলিন হয়ে যায়। এতে ঐ সড়কে দিয়ে যাতায়াতকারী লোকজনসহ মাদ্রাসায় যাতায়াতও বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এছাড়াও বাঁধ দেয়ার কারণে বৃষ্টিতে পাহাড়ি পানি জমে ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে।

অনতিবিলম্বে সড়কটি পুনরায় সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ, সহ বিভিন্ন ক্ষতিপূরণের জোর দাবী জানান তারা।