বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
পর্যটন জেলা কক্সবাজারে শক্ত অবস্থান তৈরি করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই এই মহামারি করোনায় আক্রান্ত হচ্ছেন এই জেলার নানা শ্রেণী-পেশার মানুষ।

এতদিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা করোনার হট স্পট হয়ে উঠলেও গত কয়েক দিনে কক্সবাজার সদর উপজেলায় যেন করোনার বিস্তার লাভ করেছে দ্বিগুণ হারে। সর্বশেষ শুক্রবার (২৯ মে) এই উপজেলায় ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে মোট ৭৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। সনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা ৬৭ জন ও ১ জন রোহিঙ্গা শরণার্থী। এছাড়া অন্যান্য জেলার ৩ জন আর পুনরায় পজেটিভ এসেছে ৪ জনের। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া ও সহকারী অধ্যাপক ডাঃ রুপেশ পাল। তিনি জানান-শুক্রবার নতুন সনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৫৪ জন, উখিয়া উপজেলার ৮ জন, টেকনাফ উপজেলার ২ জন, চকরিয়া উপজেলার ১ জন, রামু উপজেলার ১ জন, মহেশখালী উপজেলার ১ জন, রোহিঙ্গা শরণার্থী ১ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১ জন ও বান্দরবানের লামা উপজেলার ২ জন। উল্লেখ্য-শুক্রবার (২৯ মে) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৬ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬১৮ জনের। আর মৃত্যুবরণ করেছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন।