সিবিএন:

করোনা আক্রান্ত হয়েছে মারা যাওয়া শহরের নতুন বাহারছরা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৬৩) এর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত দশটার দিকে সরকারী বিধি মেনে তার জানাযার নামাজ পড়ানো হয়।

শেষে কক্সবাজার শহরের নতুন বাহারছরা কবরস্থানে তাকে চির সমাহিত করা হয়েছে।

এ দিন ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম নূরুল ইসলাম সাবরাং শাহপরীরদ্বীপের সাবেক মেম্বার মরহুম হাজী বশির আহমদের বড় ছেলে। দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে স্বপরিবার বসবাস তার।

তিনি কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের ভগ্নিপতি এবং রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইনজামামুল ইসলামের বাবা।

জানাজার বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম নুরুল ইসলামের ভাগ্নে সাংবাদিক জাকারিয়া আলফাজ।

তিনি জানান, তার বড় মামা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে হাঁপানি, ডায়বেটিস ও হার্টের রোগে ভুগছিলেন। ঈদের কয়েকদিন আগে শ্বাসকষ্ট হলে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। তাতে রিপোর্ট পজেটিভ আসে।

ইতোমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে ঈদের আগের দিন তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।