আলমগীর মানিক,রাঙামাটি :
পার্বত্য জেলা রাঙামাটিতে একদিনে ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসছে বলে নিশ্চিত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। শনিবার দিবাগত মধ্যরাতে দুই দফায় দুই স্থান থেকে আসা রিপোর্টে এই আক্রান্তের তথ্য পেয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। শনিবার রাত পৌনে ১২টায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে শনিবার রাতে যে ৩৯ জনের রিপোর্ট এসেছে,তার মধ্যে এই দুইজনের রিপোর্ট পজিটিভ মিলেছে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। এদের মধ্যে দুজনই রাঙামাটির শহরের প্রবেশপথ মানিকছড়ি ও কাউখালী উপজেলায়। শনিবার রাতে আসা রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। আক্রান্ত দুইজনের একজন পুরুষ, অন্যজন নারী। রাত সোয়া বারোটায় চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আরো ৮টি পজেটিভ রিপোর্ট এসেছে জানিয়ে ডাঃ মোস্তফা কামাল জানান, মোট ৪৬টি রিপোর্টের মধ্যে ৮টি পজিটিভ এবং ৩৮টি নেগেটিভ এসেছে। এনিয়ে রাঙামাটিতে একই দিনে ১০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৫৬ জনের করোনা সনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ৮৬৭টি সংগৃহিত নমুনা বিআইটিআইডি এবং সিভাসু’তে পাঠিয়েছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।