মো. আশফাক উদ্দীন আরফাত :

স্থ‌বিরতা বিরাজ কর‌ছে বিশ্ব‌জুড়ে। চলমান করোনা ভাইরা‌স কো‌ভিড ১৯`র মত মহামা‌রি‌তে বাংলা‌দেশসহ পু‌রো‌বিশ্ব লকডাউন। সংকট শুরু হওয়ার মুহু‌র্ত থে‌কে কক্সবাজার জেলা লকডাউন অবস্থায় আ‌ছে। জেলার হত দ‌রিদ্র থে‌কে শুরু ক‌রে কর্মহীন মধ‌্যবিত্ত ও নিম্ন মধ‌্যবিত্ত প‌রিবারও বিপর্যস্থ অবস্থায় আ‌ছে।

বর্তমানে চরম দু:সময় অতিক্রম করছে খেটে খাওয়া মানুষরা। ইসলামা‌বা‌দের কৃ‌তি সন্তান কক্সবাজার সদর উপ‌জেলা আওয়মীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক জনাব লুৎফর রহমান আজাদ (লুতু) নিজস্ব তহ‌বিল থে‌কে সহায়তা পেয়ে কিছুটা হলেও আশায় বুক বেঁধেছে অসহায় ও নিম্ন মধ‌্যবিত্ত প‌রিবা‌রের মানুষরা। বিগত প্রায় ২ মাসের অ‌ধিক সময় ধ‌রে চলমান ত্রাণ সহায়তা কর্মসূ‌চির আওতায় এ পর্যন্ত প্রায় ৬০০ প‌রিবা‌রের কা‌ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পক্ষ থে‌কে বি‌শেষ উপহার সামগ্রী পৌ‌ছি‌য়ে‌ছেন।

ধা‌পে ধা‌পে বি‌শেষ ত্রাণ সহায়তা নি‌য়ে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন ক‌রে‌ছেন তি‌নি। প্রতিনিয়ত যাচ্ছেন ইসলামাবা‌দ খোদাইবাড়ী-ওয়া‌হেদরপাড়াসহ ইউ‌নিয়‌নের কোন না কোন গ্রামে, বিলিয়ে দিচ্ছেন নিজের যত আছে। তাইতো বলা হয় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
প্রতি‌বেদ‌কের সা‌থে একান্ত আলাপকা‌লে তি‌নি জানান, বি‌শেষ ত্রাণ সামগ্রী বিতরন কর্মসূ‌চি যত‌দিন লক ডাউন থাক‌বে, ত‌তো‌দিন চলমান থাক‌বে ইন‌শেআল্লাহ্। এবং সকল রাজ‌নৈ‌তিক সহ‌যোদ্ধা ও শুভাকাঙ্খী‌দের কা‌ছে দোয়াও চে‌য়ে‌ছেন।