মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনাধীন রামু ও চকরিয়ার ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংকুলান নাহলে উখিয়ায় উদ্বোধন হতে যাওয়া UNHCR এর নব নির্মিত কোভিড হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগী রেফার করা হবে। বৃহস্পতিবার ২১মে উখিয়ায় উদ্বোধন হতে যাওয়া ২শ’ শয্যার কোভিভ হাসপাতালে কখন থেকে বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত রোগী পাঠাবেন, এমন প্রশ্নের জবাবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান সিবিএন-কে একথা বলেন। বৃহস্পতিবার ২১মে উখিয়ায় উদ্বোধন হতে যাওয়া ২শ’ শয্যার কোভিভ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে সিভিল সার্জন জানান। ২শ’ শয্যার কোভিড হাসপাতালটি চালু হতে যাওয়ায় কক্সবাজার জেলায় করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় বহুমুখী সুবিধার দ্বার উন্মোচিত হচ্ছে। এটা চলমান করোনা ভাইরাস জনিত সংকটে কক্সবাজার জেলাবাসীর জন্য নিঃসন্দেহে একটা সুখের খবর।