সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রাক্তন আইন প্রণেতা, কক্সবাজার জেলা গভর্ণর, লেখক জহিরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার সাহিত্য একাডেমী গভীরভাবে শোক প্রকাশ করছে। একাডেমির নেতৃবৃন্দ এজ বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে জেলাবাসী একজন রাজনীতিপ্রাণ মানুষকে হারালো। তার মৃত্যুতে জেলাবাসী একজন অভিভাবককে হারালো। একাডেমির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, রাব্বুলআলামীন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্তপরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতি প্রদান করেছেন একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, সহ সভাপতি মো নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, সহকারী সাধারণ সম্পাদক কবি মনজুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দীন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক শামীম আকতার, দপ্তর সম্পাদক আজাদ মনসুর, সদস্য সোহেল ইকবাল, হাসান আহমদ সোবহানী, নুরুল আলম হেলালী, কল্লোল দে চৌধুরী, জোসনা ইকবাল, স্থায়ী পরিষদের চেয়ারম্যান সুলতান আহমদ, নুরুল আজিজ চৌধুরী, আহমদ উল্লাহ, ধনিরাম বড়ুয়া, আদিল চৌধুরী, হাসিনা চৌধুরী, দিলওয়ার চৌধুরী, মীর্জা মনোয়ার হাসান প্রমুখ।