জাহেদ হাসান :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশ কক্সবাজার গামী একটি পিকআপ ভ্যান তল্লাশী করে ৩ হাজার ইয়াবাসহ গাড়িটি জব্দ করে এবং গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়।

১৮ মে( সোমবার) টেকনাফ হতে কক্সবাজারগামী মিনি পিকআপ ভ্যান রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো -ন-১৬-০৩৪২ গাড়ীটি রামু ক্রসিং হাইওয়ে থানার চেকপোস্টে আসলে কর্তব্যরত হাইওয়ে পুলিশ গাড়ীটিকে থামানোর সংকেত দিয়ে থামিয়ে গাড়ীটি তল্লাশী করতে থাকে, হাইওয়ে পুলিশের তল্লাশীর ফাঁকে গাড়ীটির অজ্ঞাতনামা চালক কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।চালক পালানোর ফলে পুলিশের আরো সন্দেহ বেড়ে যায়, পরে গাড়ীটি চিরনি তল্লাশী করে গাড়ির এয়ার ফিল্টারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৩০০০ (তিন হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এবিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইন্চার্জ আবু আব্দুল্লাহ জানান, পলাতক ড্রাইভারকে অজ্ঞাত উল্লেখ করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে