চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মিলে চার ল্যাবে আরও ৫৪ জনের দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডিতে) ১২৪ টি নমুনা পরীক্ষায় মহানগরসহ চট্টগ্রামে ২৭টি পজিটিভ। এরমধ্যে মহানগর-২১ এবং উপজেলায়-৬ (সীতাকুণ্ড-১, পটিয়া-১, মীরসরাই-১, বাশখালী-১, হাটহাজারী-১, চন্দনাইশ-১।

চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)তে ৭৪টি নমুনা পরীক্ষায় মোট ২৪ টি পজিটিভ। এরমধ্যে চট্টগ্রামে ২২টি, খাগড়াছড়িতে ২টি পজিটিভ। উপজেলার ২২টি হলো পটিয়া-৮,সীতাকুণ্ড-৭, হাটহাজারী-৬, বাঁশখালী-১।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২৪টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের ৫টি পজিটিভ পাওয়া যায় লোহাগাড়ায়। এ নিয়ে নতুন করে চট্টগ্রামে ৫৪ জনের দেহে করোনা সনাক্ত হয়।