জাহেদুল ইসলাম, লোহাগাড়া ##
করোনার হট স্পট এখন লোহাগাড়া। সোমবার (১৮ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মীসহ আরো ৫ জনের করোনা সনাক্ত হয়। রয়েছে আপন দুই বোন।

তারা হলেন- পদুয়ার একজন ইউপি সদস্য, লোহাগাড়া সওদাগর পাড়ার আপন দুই বোন, কলাউজান এলাকার ৩৭ বছরের এক যুবক ও বান্দরবানের লামা উপজেলার একজন স্বাস্থ্যকর্মী। তিনি কেয়াজুর পাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।

১৪ মে ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ নিয়ে লোহাগাড়ায় ২৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৬৩ জনের রিপোর্টে আসে। আগের ৩২ জনসহ এখন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। চট্টগ্রাম মহানগর থেকে কলাউজানে একজন হোম আইসোলেশনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। সুস্থ ১৪ জন। মৃত্যু ১ জন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, লোহাগাড়া উপজেলা এখন করোনার হটস্পট। উপসর্গ ছাড়াই অনেকের করোনার নমুনার রিপোর্ট পজেটিভ আসছে। আজ নতুন পাঁচ জনের করোনা পেজটিভ আসে।