চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ও বায়েজিদ থানাধীন রুবি গেইট এলাকায় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বেতন ও বোনাসের দাবিতে সোমবার (১৮ মে) মনসুরাবাদে সকালে এশিয়ান গ্রুপের ফ্যাশনওয়্যার পোশাক কারখানা ও দুপুরে রুবি গেইটে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা সড়ক অবরোধ করে। মনসুরাবাদে ফ্যাশনওয়্যারের শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, মালিকপক্ষ ঈদের আগে বেতন ও বোনাসের অর্ধেক পরিশোধ করবে এমনটা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ফ্যাশনওয়্যারের শ্রমিকরা।

এদিকে রুবি গেইটে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে তাদের শ্রম আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় পুলিশ।