মুহিববুল্লাহ মৃহিব, সিবিএন :

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে জন সাধারণের দূরত্ব নিশ্চিত করণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় তিন প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ মে) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিন।

অভিযানে বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস না পড়ে দোকান খোলায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সাথে সবাইকে মাস্ক পড়ে ক্রয়-বিক্রয় করা পরামর্শ দেয়া হয়।