মুহিববুল্লাহ মুহিব, সিবিএন :

কক্সবাজার শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। যাদের কাগজপত্র সঠিক মিলবে না তাদের বিরুদ্ধে জরিমানাসহ নানা আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার ( ১৮ মে) সকাল থেকে শহরের প্রধান সড়কে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে পুলিশ।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক সিবিএনকে বলেন, যারা অবৈধভাবে মোটর সাইকেল চালাচ্ছে তাদের জন্য আমাদের এ অভিযান। যারা হেলমেট, গাড়ীর কাগজ সঙ্গে রাখবে না তারা এ অভিযান থেকে রেহায় পাবে না।

তিনি আরও জানান, অনেকে তিন লাখ টাকায় গাড়ী কিনে। কিন্তু এক হাজার টাকা খরচ করে একটি হেলমেট কিনে না। এ অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।