জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

করোনা পজেটিভ রোগি ও মধ্যবিত্ত পরিবারের ঈদ উপহার পৌঁছে দিচ্ছে চট্টগ্রামস্থ লোহাগাড়া সমিতি।

গত ১৫ মে থেকে লোহাগাড়া উপজেলার প্রায় ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ও ত্রাণ উপ কমিটির আহবায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ ও অর্থ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে চুনতি, আধুনগর, বড়হাতিয়া পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়নে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে পদুয়া ও চরম্বা ইউনিয়নে মানবিক ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে যথাক্রমে চিনি, লাচ্ছি সেমাই ও বাংলা,প্যাকেট দুধ, নুডলস, তৈল, বিস্কুট ও সাবান।

লোহাগাড়া সমিতি- চট্টগ্রামের দপ্তর সম্পাদক ও ত্রাণ উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, লোহাগাড়া সমিতি -চট্টগ্রাম একটি মানবকল্যাণমুলক সংগঠন, বিগত দিনের ধারাবাহিকতায় আমরা করোনায় সৃষ্ট দূর্যোগে করোনায় আক্রান্ত রোগী ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি,যে সব মধ্যবিত্ত পরিবার আমাদের এই উপহার সামগ্রী বিতরণের খবর পেয়ে গোপনে সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছে তাদের কাছেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।