বলরাম দাশ অনুপম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট রনজিত দাশের পিতা সুকুমার দাশ পরলোকগমন করেছেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে যান তিনি। এদিকে সুকুমার দাশের মৃত্যুতে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। বিবৃতিতে তিনি সুকুমার দাশের অাত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরুপভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ট্রাস্টি বাবুল শর্মা।
জেলা পূজা কমিটির সভাপতি রনজিত দাশের পিতার পরলোক গমন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
