মো. নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জের আলীকদম বিটে ২০০৩-০৪ আর্থিক সালে সৃজিত সামাজিক বনায়নের লভ্যাংশের ২৭ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বনায়নের ৬০জন উপকারভোগির মধ্যে এ লভাংশের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আলীকদম উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার, নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছের বিভিন্ন অংশ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেইমানী করতে পারে, কিন্তু একটি গাছ কখনো বেইমানী করেনা। তাই সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর পাশাপাশি প্রাপ্ত লভাংশের টাকা সঠিক ভাবে ব্যবহার করে নিজেদেরকে স্বাবলম্বি করে গড়ে তুলতে হবে।

শেষে উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামসহ উপস্থিত অতিথিবৃন্দ।